রঙহীন ঘর আজ
যেন মায়ার অবাক সাজ ,
দেখো বুকের প্রশান্তি ঐ
যার স্পর্শে শীতল রই।
বুকে তার অবিকল
একই চোখের জল
ভুবন ছিল শূন্য পথে
বিবর্ণ জীবন কোন মতে.
ঝরা ফুলের দল
ফিরে পায় প্রাণের কোলাহল ,
অমল অনুভব যেন থেমে সব
তুমিহীন শুনশান নীরব।
স্পর্শে আলোক বর্ষে
লক্ষ যোজন দূরে
গভীর হৃদয় জুড়ে
আকাশের নীলের পরশে।