মধুজা ধু ধু খা খা
প্রবোধের হাহাকারে
পরানের পোড়া পাঁজরে
ঘুমিয়ে রেখেছি আদরে।


আহা আমার মধুজা
বুকের বিন্দুর শুরুটা
অপার অবুঝ ভাবনা
প্রাণের নির্জীব জড়তা,

মাটি জল আকাশ
গাছ পাখি বাতাস
সবটুকু শুধু মধুজা
দু:খের দু:সহ বহতা।

লোনা কষ্টের আরক
বেনোজলের বরফ,
শরীর বিছিয়ে কামনা
স্নায়ুতে হাটে মধুজা।

মধুজা দু:খিতা দু:খময়
অবোধ মনের আশ্রয়,
মায়া মোহ নিবেদিতা
কেন হারিয়ে যায় মধুজা।