ও আমার মিষ্টি পাখি টুনটুনি
একটা কিছু বল আর করিস না মানা
প্রান ভরে তোকে শুনি ।।
ভোরের আলোয় দূর্বা ঘাসে শিশির
নীড়ে নীড়ে পাখির কিচিরমিচির,
গাছে গাছে ডাকছে ডাহুক
পাতায় পাতায় ভরে থাকুক।।
তবুও কেন এসব মনে হয় অযথা
ভাল লাগে না যদি একটু না শুনি পাখি তোর কথা,
পাখি ওরে পাখি ব্যাকুল হয়ে থাকি,
তোর পথ চেয়ে দিন গুনি।
যেন শাবক ছানা মেলবে ডানা
তোর পালকে তোর বুকের উষ্ণতা
শয়নে স্বপনে তুই যে শুধুই মুগ্ধতা ;
আমার জাদুর পাখি টুনটুনি
একটা করে স্বপ্ন তোর জন্য হাতে নিয়ে বুনি,
এক নজর দেখতে তোরে কত প্রহর শুধু গুনি,
মন মানেনা মনে পড়লে মন উড়াল মারে এক্ষুণি।
উৎসর্গ-(শা রা)