হাত দুটো ধরতে পারিনা
জরিয়ে ধরতে করতে পারিনা জোর,
একা একাই রাত গুলো
হয় নিঃসঙ্গ ভোর ।
পারিনা রাখতে ধরে
নিজেকে এই অসহ্য ঘরে ,
মন বলে অতলের জলে ডুব
তোমারে সত্যি মিস করি খুব ।
বর্ণেরা সুন্দর শব্দে মেলেছে ডানা
বাক্যেরা বিন্যাসে পায় ঠিকানা,
হতাশার উবে যাওয়া কালো
আশা হয়ে ডাক পাঠালো,
সময়ের পথ নাই পালাবার
নেই উপায় পেয়ে হারাবার,
কোথাও কেউ নেই একা নির্জন
তোমায় সত্যি মিস করি ভীষণ ।