মায়াবী মুখছবি প্রতিনিয়ত ভাবি
শুনি তোমার বয়ে চলার ধ্বনি,
প্রতিদিন প্রতিক্ষনে তুমিহীনা এ হৃদয়ে
রেশমী সুতোর ভালোবাসা বুনি ।
তোমার শূন্যতার যন্ত্রণায়
অসীম বেদনা হয় মধুর,
হৃদয়ের অতল পরিসীমায়
নয়ন খোঁজে তোমায় সুদূর।
একবার জানালায় বাড়িয়ে হাত
যদি ছুঁড়ে দাও সতেজ নিশ্বাস,
কুয়াশা ঢাকা জমাট আকাশ
হবে রুপালী নক্ষত্রের রাত ।
কাছে পাবার ব্যাকুল তাড়নায়
অস্থির মন বেদনা বিঁধুর
তোমার মিহি সেই ভালবাসায়
দু:সহ ভুবন হয় মধুর।