শিশির সুস্নিগ্ধ অনাবিল দিন
আচমকা উদয় আচমকা বিলীন
তৃষ্ণার্ত বুকে চেয়ে থাকি
মেঘপাখি আমার মেঘপাখি ।

তোমার জন্য অধীর অপেক্ষা
কত কত দিন অব্দ
তোমার জন্য বুকে ভরে রাখা
আপন ভালবাসার শব্দ ।

হৃদয়ের কাছে কেন আড়ি
এত কেন লুকোচুরি ,
একটু দেখাএকটু আড়াল
দেখো অনন্ত নীল সকাল ।

মাতাল চাওয়া মানে না বাধা
কৃষ্ণের ব্যাকুল প্রণয় রাধা ,
বুকে পোষা কুসুম কোমল
আকাশে উড়ে শ্বেত ধবল ,

প্রিয়তমাসু সুধা স্নিগ্ধ আঁখি
চাতকের মত চেয়ে থাকি ,
অমল অনুভবের মায়াবী
মেঘপাখি আমার মেঘপাখি ।