১)
রঙের মেলা করে খেলা
রামধনু আকাশ ,
মন না বুঝে ব্যাকুল খোঁজে
কিসের জন্য তালাশ ।
আকাশের গায়ে মেঘের গয়না
জলের ভিতর আয়না ,
ব্যাকুল চোখ হারায় ঘুম
রংধনুর সাতরঙের ধুম ।
মেঘ কে বলি
আকাশ আমার প্রিয় ,
খবরটুকু তারে দিও ,
তোমার বুকের ঐ শুভ্র মেঘ
তা আমার সঞ্চিত আবেগ ।
২)
মন যে আজব খেলা
বুকের মধ্যে বাস করে
অমূল্য এক ধন,
সে যে আমার মন
সে যে তোমার মন ।
মনের নিয়ম আজব
মন জানেনা মনের সব ,
লাগাম টেনে যতই দাও জোড়া
মন সে যে লাগামহীন ঘোড়া ।
মন রে জানি
নিজে আমি কতখানি ,
মনের মধ্যে আসবেই
নিজের মধ্যে যা নেই ।