চোখ মেলে চোখ বুজে খুঁজি স্ক্রিনে
বুক জুড়েই থাকে রাতে দিনে,
ভাবনার আকাশে সুখের খেয়া
আহা তুমি অদ্ভুত স্বর্গীয় মায়া।
মায়া তুমি মুগ্ধতা গভীর নীলে
মায়া তুমি শুদ্ধতা জলের ঝিলমিলে,
মায়া তুমি আচ্ছন্নতা স্নায়ুর গভীরে
মায়া তুমি নিস্তব্ধতা হৃদয় তিমিরে।
দু:খগুলো আমার সুখ
কষ্ট গুলো স্বর্ণ ,
মায়াতে মায়াময় হোক
দুজন দুজনাতে পরিপূর্ণ ।