মন ভাঙ্গে
বৃহস্পতি তুঙ্গে
আকাশ জুড়ে
হতাশা উড়ে
নষ্ট বিহঙ্গে ;

তুমি যদি
হও আদি
আমি তবে অন্ত,
তুমি যদি হও দিক
আমি তবে দিগন্ত।

তুমি যদি হও ভুল
আমি তবে দেই মাশুল ,
তোমার যদি ঠিক এক চুল
আমার তবে ঠিকঠাক উশুল ;


কাজীর ফুরিয়ে কাজ
আকাশ ভেঙ্গে পরে বাজ,
কাল হবো আমি
তুমি যদি হও আজ ;

চাওয়া গুলো
আস্তে আস্তে বাড়ে
জমতে জমতে জন্ম
দাঁড়ায় পাহাড়ে  ,

পকেটে জমান
একটু একটু রত্ন
বোতলে ভরে ভরিয়ে যত্ন
বিকশিত হয় একটা প্রকাণ্ড স্বপ্ন ;

রাতের ঘুমের সাথে স্বপ্নগুলো
হয়ে গেছে ছিনতাই
আড়াল করতে করতে
হারিয়ে যাই ,

দাঁত দিয়ে কামড়ে
একটু নখ
বুকের জমিনে
উড়ে যায় মায়া চোখ ;

চোখের পলকে
হয়ে গেছে আশ্রয় ,
ডুবে গেছে তবুও মরে নি
বেঁচে থাকে হৃদয় ।

উৎসর্গ- আকর্ষণীয় বিড়াল চোখ।