মোহটুকু ছুঁয়ে দেখতে দেখতে
বাসনার পাখা মেলতে মেলতে
উবে গেল জোছনা আঁধারে
নীল আঁধারে মায়া বাড়ে
অনন্ত গভীরে মায়া বাড়ে।।
জোনাক পোকা চোখে জমা
রাত নিশীথে ছায়া হয়ে
অনায়াসে শরীরে হাটে প্রিয়তমা
স্নায়ুতে ভরে রেখেছি তারে,
তাই নীল আঁধারে মায়া বাড়ে
অনন্ত গভীরে মায়া বাড়ে।।
যখন মন নিষ্প্রভ চোখ
বলে গহন হৃদয়ের শ্লোক
শিশির জমা গোপন কোটরে
প্লাবন নেমে আসে সাগরে
সুনীল আঁধারে চোখের গভীরে
মায়া বাড়ে মায়া বাড়ে ।।