১)
যদি হয় সর্ব শূন্য
সব তবে মাটি,
মাটিতে অর্থপূর্ণ
পাবে স্বর্ণ পরিপাটি।
মাটিতে সকল উর্বর
মাটিতে কলুষ বর্বর
মাটিতে আছে প্রাণ শস্যদানা
মাটিতে নানা জানা অজানা।
মাটিতে করতে যাপন
বলছেন ফকির লালন
শুদ্ধ দেলে হইতে খাঁটি
পরখ করে ছুঁইতে মাটি।
মাটিতে বিষয়মোহ
মাটিতে দিব্যজ্ঞান
মাটিতে উদয় অস্ত
মাটিতে শুরু ও অবসান।
২)
হাটিতে স্বভাব পায়ের
ভর ধরে গায়ের
মাটিতে ভাব তরঙ্গ
বুকেতে অঙ্গপতঙ্গ ।
সেখানেই আসল বাসা
যেখান থেকে আসা,
মাঝে লেনাদেনা চলে
মাটিতে বাতাস জলে।
ভাবচক্ষু কর বন্ধ
লও মাটির সোঁদা গন্ধ
ধ্যানী যোগী আছে মগ্ন
লহমায় লব্ধ লগ্ন ।