তোমার পরোয়ানাতে আছি বাঁধা ,
বোঝা কঠিন পরীক্ষা ধাঁধা
সকালের রাজা সন্ধ্যায় ফকির
তার জন্য ধ্যান জিকির ,
আসমান জমিন করে সেজদা
পরওয়ারদিগার তুমি মালিক খোদা ,
কেমনে আসে ডানায় শক্তি
চোখ বুজে প্রার্থনা ভক্তি ।
কার ইশারায় উড়ে শালিক
তিনি সর্বময় তিনি মালিক ,
যিনি বানাইছে অণু পরমাণু
তাহার পদে নতজানু ।
যাহার উপর বিশ্বাস জমা
কৃপা দৃষ্টি করুণা ক্ষমা
প্রাণ পৃথিবী দাও ভিক্ষা
পাপিষ্ঠ আমাদের করো রক্ষা ।