শ্রেষ্ঠত্বের মুন্সিয়ানা
বাঙ্গালী আর বাংগালিয়ানা
কে কার আদল
বাজে নতুন সুরে মাদল ,
সবটুকু পরিপাটি
সময়ের প্রয়োজন সবচে সঠিক,
আছে বিশুদ্ধ খাটি
শুদ্ধতার প্রতীক
শীত গ্রীষ্ম বাদলে
সদা স্বাগতম সুরময় মাদলে ;
ইট কাঠের ভেজাল বিরস নগরে
অর্গানিক সবুজ শুদ্ধ বহরে ,
কীটনাশক উপরে ফেলা কোদালে
আসল সোনা মিলবে শুধু মাদলে ।