আঁধারে জোছনা নামে বেয়ে
ও লম্বা চুলের লাজুক মেয়ে
এমন ভুবনমোহিনী চুলে
নীল চাঁদোয়া মেঘকে গেছে ভুলে।
যেন হঠাৎ শুকতারা
এলোকেশের ঝলকে দিশেহারা,
আকাশ থেকে পরী এসেছে নেমে
দীঘল চুলের মেয়ের পরেছি প্রেমে ।
লম্বা চুলের লাস্যময়ী
চঞ্চলা ঝরনাধারা মোহময়ী
ঝরে রূপের নন্দন দৃষ্টি
মেঘবরন কেশে নামে বৃষ্টি।