ভাবনার সুখ গুলো ভীষণ টানে
অসীম সাগর সীমানা কি মানে ?
সব নিয়ম সব বাধা ভেঙ্গে
ছুঁতে চায় প্রাণ থেকে প্রাণে;
দেহতে বয়ে যাওয়া চঞ্চল নদী
আরেক বার কল্পনায় আসত যদি ,
ডুব দিয়ে অতলে হারায়
ভেসে উঠতে হাত বাড়ায় ;
মাটির সোঁদা গন্ধের মত
তোমার বুকের ঘ্রাণ
দুকূল ছাপিয়ে ভিজিয়ে
লাস্যময়ীর ফুল বাগান ;
প্রমত্ত নদীর স্রোতের মত
ধারালো বুকের গম্বুজ
ঠাঁই পেলে তাতে আগুনের .
আঁচে জ্বলে ভুজ ,
মনের আকাশের অচেনা পাখি
আপন হয়ে বারে বারে
উড়ে নিয়ে যায় আপন
সুখের কাছে হাতে ধরে ,
ভুলতে গিয়ে এক চিলতে রোদ
ধরে রাখা কালো মেঘ
দূরে থাকার মিথ্যে প্রবোধ
দু:খের গভীরে সত্য আবেগ |