অনুভূতিহীন বিষণ্ণ উত্তাপ দিন
হৃদয় গভীরে সদা অমলিন ,
বাতাসের স্নিগ্ধ ঠোঁটে কুয়াশার ধোঁয়া
প্রিয় স্বপ্নের স্রোতে ভেসে আলতো ছোঁয়া,
সময়ের কোলে ছিল বুকেতে প্রেমের বাসা
চোখের শিশিরে রোদ হয়ে উবে যেত কুয়াশা,
দিনগুলি হিম শীতল পরম পাওয়া
পৌষের রোদ বিছিয়ে স্মৃতিমেদূর আসা যাওয়া
রাঙ্গা মৃত্তিকার নিসর্গের অভিধান
যাপিত জনপদের পরানের পরান ,
স্বর্ণময় দিনের সবুজের সুনিবিড় মহীরুহ
আকাশের চিবুক ছুঁয়ে যায় কুয়াশার প্রবাহ |
প্রকৃতি সেজেছে এমন আদিম
সবুজ ছুঁয়ে যায় ধোঁয়ার হিম ,
রাঙ্গা সকালের মত ফিরে ফিরে আসা
বুকেতে উড়ে সেই স্বপ্নের কুয়াশা ,
প্রকৃতির নিবিড় প্রসব
আহা সেই সবুজ অনুভব ,
স্পর্শ পাওয়া হিম ছোঁয়া
প্রাণে ভরে দেয় কুয়াশার ধোঁয়া |
(স্মৃতিতে জাহাংগীরনগর বিশ্ববিদ্যালয়ের কুয়াশার ধোঁয়ার দিনগুলি কে বুকের গভীরে অনুভব করি )