দেখো আকাশের বুকে ঐ সুন্দরী চাঁদ
নি:স্ব করে করেছে  উন্মাদ ,
কৃষ্ণচূড়া আগুনের লাল আবাদ
ফুঁড়িয়ে দেয় সব দু:খ সব  বিষাদ |
  
ফুলের বনে উড়ে সুবাস
রাঙ্গা আলো পুড়ে আকাশ
বুকের ভেতর আনে ফাগুন
কৃষ্ণচূড়ার শাণিত আগুন ;

গাছে গাছে ছড়ানো লাল আভা
কৃষ্ণচূড়ার বুকের প্রেমের লাভা,
তীব্র দাবানলের তবু যে ভয়
কৃষ্ণচূড়াতেই ফাগুনের আত্মপরিচয় |