মন জানেনা
কে আপন কে পর,
শুধু বোঝে তেষ্টা মন
জল পিপাসায় কাতর |

সুখপাখিটা ধরতে
মন জানেনা মনের পক্ষ,
পাখিটা নিজের  করতে
শুধু যন্ত্রণা আর দু:খ |

ফুলের সুবাস নিতে গিয়ে
চোখ বুজে হাঁটা,
বুকে ভরে রাখতে গিয়ে
বিঁধে ব্যথার কাঁটা |


শূণ্য টুকু করতে পূরণ
তোমার ভিতরে ডুব,
হৃদয়ে রক্তক্ষরণ
ক্ষত হয়ে ভোগাচ্ছে খুব |