কতদিন তুমি বল না
-বের হও পাখি
একটু ছুঁয়ে দেখি
ত্রিচক্রযানে দুজনে এক হয়ে
বাতাস গায়ে মাখি;
কতদিন তুমি বল না
- ইচ্ছে নাড়া দিচ্ছে
ভীষণ একবার দেখতে,
বুকের ব্যাকুলতা কমত নিরবধি
ভার্চুয়াল মুখচ্ছবি পাঠাতে যদি ;
কতদিন তুমি বল না
- এসো কাছে আরো কাছে
অনুভূতিগুলো লুকিয়ে আছে ,
বাড়ছে বাড়ুক আরো আরো
সুদৃঢ় বন্ধন হোক গাঢ়।
কত দিন তুমি বল না
-হাত শক্ত করে ধরতে
নিবিড় হয়ে বলতে
আসবে কবে আবার
আমায় কি মনে পড়েনা আর?