কত দূরে আর
আর কত নি:শেষ উজাড়,
যতটুকু গেলে সরে
ধরা যায় না উড়ে,

যতটুকু গেলে সরে
আগুন ছাড়াই জ্বলে পুড়ে,
ততটুকু আছি  দূরে
খুঁজে পাবেনা হৃদয় খুঁড়ে |

কত দূরে আর
স্পর্শ হবেনা এই হাহাকার ,
তত দূরে আছি
তবুও মন বলে কাছাকাছি,

আছি অনেক দূরে
তবুও কার জন্য কার পুড়ে ,
বেদনা যন্ত্রণার দাবানলে
জ্বালানি ছাড়াই জ্বলে ,