ছিঁড়ে ছিঁড়ে বাক্য
এলেবেলে শব্দেরা সাক্ষ্য,
কথার কথা যা বলি
হতে পারে তা ব্যথার কলি |
গোড়াহীন শুধু মাথা
তবুও কথা দিচ্ছে ব্যথা,
ভরেছে শূন্য খাতা
অর্থহীন প্রতি পাতা,
পোড়া মনের দগ্ধ আখ্যান
ভারাক্রান্ত বেদনার উপাদান ,
ব্যথায় ভরে বিষণ্ণ মন
ধূসর হয়ে যায় ভুবন |
সুখ দিচ্ছে দু:খ
আলো আঁধার দুই পক্ষ
চাইলেই পাবে না হীরা পান্না
হাসিতেই থাকে কান্না |
শুনি তার আপ্লুত ধ্বনি
যেন অলৌকিক সাপের মনি
অদেখা অস্পর্শ তবু ভাবনার কাছে
ব্যাকুল বাসনা হয়ে আছে|