কষ্ট পেয়ো না
তুমি কষ্ট পেলে
হু হু করে গাঢ় আঁধার
জোয়ারের জলে ফিরে আসে হাহাকার,
তুমি কষ্ট পেলে
আগুন বাতাস জলে
যন্ত্রণার বিষ ছড়িয়ে পড়ে
হৃদয়ের গহীন গহবরে ;
তুমি কষ্ট পেলে
চোখের মনি ফেটে
উপচে পড়ে জমান শিশির
উত্তাল জলের উল্লাসে ঢেউগুলো
আঘাত করে তীর ,
তুমি কষ্ট পেলে
চোখের তলে এলোমেলো আকাশ
বুকের বুননে দুর্নিবার বেদনা
রুদ্ধ রাতের বাতাস ,
এই অনিন্দ্য গোলাপ
আনন্দ নিখিল ফেলে যেও না
ভালবাসা আমার
একবিন্দু কষ্ট পেয়ো না |
(শাপাই)