সত্যি সত্যি এইবার করোনার নাই নিস্তার
ফেসবুকে আমরা সবাই করোনার ডাক্তার ,
কেউ বলে এটা খাও কেউ বলে ওটা
থানকুনি সাথে তেতো নিমের গোটা ।
কেউ বলে আদাজল কেউ বলে বেশি গরমজল
কেউ বলে লেবু আর রসুন একেবারে আসল ,
কারটা খাবো আর কারটা নয় বাধে গণ্ডগোল
পাকিয়ে পেঁচিয়ে ফেলছি আমরা তালগোল ।
কেউ বলে করোনা মরে অতি গরমে
গোমূত্রে করোনা সরে যাবে শরমে ,
আমরা সবাই যে যা দেয় তাই গিলি
এক মুরগি একশ বার জবাই একশ বার ছিলি !
বলার সময় থাকেনা আমাদের মাত্রা
হিসেব কষে করিনা আমরা যাত্রা
মাগনা পাই তাই খাই আলকাতরা !