বিশ্ব নাকাল স্তূপ লাশ আর লাশ
ধেয়ে আসছে করোনা ভাইরাস ,
এমন এক ধূসর সময়
ভেঙ্গে চুরমার হবে হৃদয় ,
নারী পুরুষ জাতি বর্ণ ধর্ম
একটু যদি বোঝে এর মর্ম
শতাব্দীর সবচেয়ে ভয়ংকর ছোবল
সময়ে মোকাবেলা নয়তো ধকল ।
আজ না বুঝলে বুঝবে
নির্মম ছোবলের পরে,
চোখের সামনে মরণ যে
ঢুকবে ঘরে ঘরে ।
চোখের সামনে সব
কেড়ে করবে উল্লাস
বিষাদ বেদনায় ছুঁয়ে থাকবে
কষ্টের হাহুতাশ আর দীর্ঘশ্বাস ।
বাড়ছে শুধুই দীর্ঘ
এই মৃত্যুর মিছিল
পাশে দাঁড়াতে চাইলেও
পারবেনা এক তিল ,
বুকে বুকে হাত রেখে বলি
ঘরে নিজেকে লুকিয়ে ফেলি ,
মানুষের কোন ভিড়ে
আর যাবনা ফিরে ;
বিকল্প নাই কোন উপায়
এসো তবে আমরা সবাই
সাবধান করোনা আরো সচেতন
হিসেব কষে চলো এখন ।
করোনা আরেক নাম মৃত্যু পরোয়ানা
কারো জানা কারো কাছে অজানা ,
দিচ্ছে দিবে কঠিন হানা
সময়ে তারে করো মানা |
অসহায় অপারগ মন
বেদনার বিষে নীল ,
প্রার্থনা প্রভু পথ প্রদর্শক
পরম দয়াশীল ।