শুকিয়ে যাওয়া ফুল
সুবাস হারিয়ে নষ্ট
মাতাল চাওয়া ব্যাকুল
আকাশে মেঘের কষ্ট ।
প্রবল প্রেমের টান
বুকে ভরে কৃষ্ণপক্ষ ,
পরান পাখির অভিমান
চোখে নামে দু:খ ।
করাল গ্রাসে আড়াল বেদনা
ভুলে থাকে দহন যাতনা
চোখের ভাষায় পষ্টো
ফুরায়না কেন দগদগে কষ্ট ।