কলা পাতা রঙ শিফন শাড়ী
খোলা চুলে পিঠে বাঁধা বাহারি
গ্রীবাদেশ মণিময়
শোভিত কণ্ঠহার
নারী হয়ে মনের ভেতর ঘুরছ কার ?
শিফন শাড়ী কল্পনা হয়ে উড়ে
মনের সবটা জুড়ে ,
আঁচলে পরিপাটি বুক
আহা ভীষণ আপন সুখ ।
চিবুক উঁচিয়ে আরেকবার
মুখখানি দেখি
লজ্জায় লাল
মেলছে না আঁখি
অপার সৌন্দর্য এ যে
কলাপাতা জরি
চোখ ধাধিয়ে পরান জুড়িয়ে
বুকে থাকে আমার পরী ।