একা পথিক আমি
অজস্র পথে হাটি
বাহিরের সবকিছু
ফিটফাট পরিপাটি,
বাহবা কুড়ায়
জোরে জোরে তালি ,
সারারাত খাতা ভরে
ফুরায় কালি
ভরে যাওয়াটুকু
আসলে যে খালি ।
যা পাই তা হারাই
আশার বাসায় গুড়ে বালি।
ফুল বাগানে ফুলের
সাথে কথা বলি
কাটা আগাছা
সব উপরে ফেলি
আমি এক নিঃসঙ্গ মালি ।
ঘ্রাণ সৌরভে ভরে থাকে
তবুও ভিতরের সবটুকু খালি ,
রাত নিশীথে চাঁদ এক ফালি ,
রুপালী ভরে দাও
ভিতরের সবটুকু খালি ।