শরীরে বেঁচে থেকে
মরে যায় রোজ,
এক সাথে বাস করে
মনে তে নিখোঁজ ।
এক হাতে বহু বছর
কেন বাঁধা শিকলে,
পাবেনা ফেরত মূল্য
এই নির্মম বিফলে ?
কতদিন ধরে
পড়লে অজানা বই,
বছর বছর পরে
তবুও কেউ কারো নই ।
বন্ধন শুধুমাত্র বিয়ে
বেঁধেছে এক ছাঁদে,
দুজন দুপাশ ফিরে
যে যার মত কাঁদে।
মনেতে মন না মিলে
জোর করে ফেলো গিলে
তবে একদিন সুখের অভিনয়
ফিরিয়ে দিবে নিষ্ঠুর সময় ।
(ইদানীং অনেক গুলো পরিচিত পরিবারে বিচ্ছেদ দৃশ্য খুব ব্যথিত করে , বছরের পর বছর এক সাথে থাকার পরেও একে অন্যের কাছে অজানা বই এর মত, মনের অমিল শুধু দুজনের নয় সন্তান সন্ততি সহ এর প্রভাব অসহনীয় । সেই ভাবনা থেকে এই কবিতা, এর সাথে আমার ব্যক্তিগত জীবনের কোন সম্পর্ক নাই )