শূন্যতা নরম সুতো শক্ত বানায়
বাতাসে ভালবাসা ছড়ায়,
দুরে গেলেই ফুরিয়ে যায়
কাছে থাকলে বাতাসে ছোঁয়া পায় ।
কাছে থাকলে সূর্য উঠে
সারাদিন আলো হয়ে থাকে
মনে হয় আছি
ভেজা চুলের গন্ধে
খুব কাছাকাছি !
দুরে থাকলে মনে হয় সূর্য ডুবে
আঁধারে নিকোয় সব গেছে উবে
সন্ধ্যা তারার নি:সংগতায় মনে হয় কিছু নেই
হাজার বছরের দুরে হারিয়ে গেছে কেউ ।