তোমাকে কষ্ট দেই
তোমাকে অনেক কাঁদাই,
সবটুকু আপন প্রেমরোষ
ব্যাকুল ভালবাসা আদায় ,
খুলে হৃদয়ের দ্বার
ভেংগে করি চুরমার
বেপরোয়া মনের টান
করি আবার নির্মাণ ,
যন্ত্রণার অসহ্য ডানা মেলি
তোমাকে শেষ করে ফেলি ,
একের পর এক আঘাত
কাটে নিদ্রাহীন রাত |
কালো মেঘের গর্জন
নীল আকাশের অর্জন
সবটুকু প্রেম নিও প্রিয়
অপ্রেমটুকু উড়িয়ে দিও |