তুমি নাই ডুবে যাই
উথলে উঠে অনল সাগর,
তুমি এলে ফিরে পাই
জমিয়ে রাখা শীতল আদর ,
তুমি জলবতী মেঘ
গভীর দু:খ আবেগ,
মধু মিলনের সংগীত
তীব্র দহন অতীত ।
দম বন্ধ আকাশের মসৃণ বাতাস
অনন্ত বুকের সবুজ ঘাস,
আঁধার রাতে জোছনার যৌবন
জলের শরীরে রোদ ঝিলমিল মন।