চোখের জলে যায় ভেসে
যত্নে গড়া ভালবাসা ,
অসহ্য বোধের বিনাশে
নির্বাক যন্ত্রণার ভাষা ।
বেদনার কনকনে শীতে
কেঁপে উঠে মন
বুকের উষ্ণতা পেতে
বিহঙ্গের জাগে শিহরণ ।
নীল বেদনায় পুড়ে একা
কঠিন পাথর হৃদয় ,
অসহ্য এই দূরে থাকা
পাঁজরের বুননে ক্ষয় ।
আপন গাছের বিশ্বাসী ছায়া
মরীচিকার মত মোহ মায়া ,
সময়ের মিথ্যে প্রবোধ
চড়া মূল্যে হয় শোধ ।
(শাপাই)