মাঝে মাঝে ভাবনার
থাকে না পরিসীমা,
ভাঙ্গি আবার গড়ি
শুধু তোমার প্রতিমা।
বহুদিনের লালিত বুকে
লুকিয়ে রাখা প্রিয়তমা
খুঁজে পাই না কেন
তোমার কোন উপমা।
এই শান্ত নির্জন
অনাবিল শীতল হাওয়া,
অশান্ত কেন এমন
অকারণ প্রবল বেপরোয়া।
মনের গহীনে যতটা
ঢুকেছ ঠিক তাই,
তোমাকে জমিয়ে জমিয়ে
গোপনে ভালবেসেছি প্রায়।
কেন বারবার জেগে
উঠো মনে শরীরে,
হারিয়ে যাওনি কখনই
তুমি সময়ের ভিড়ে।
বাসনার বাহুডোরে ধরতে
আবৃত ভালবাসা খুলতে
কামনার আগুন ছড়িয়েছে
মনে ধীরে সংগোপনে ।