শ্রাবণের বিদীর্ণ মেঘ
ছুঁয়ে যায় অপলক দৃষ্টি
আকাশের নয়ন ঝরে
গভীর স্বস্তির বৃষ্টি;
প্রিয় তোমার মুখচ্ছবি
চাঁদের স্নিগ্ধ সুরভি
ব্যাকুল সুবাস ছড়ায় হাসনাহেনা
তোমার জানালায় নিমগ্ন জোছনা,
একলা একা দীর্ঘরাত
কান্নার রঙে নামে প্রভাত
জল জোছনার এই ক্ষণে
দুজনে একসাথে ডুবি সংগোপনে;
রাতের আকাশে বেদনার নিষ্প্রভ তারা
কান্না হয়ে বুকে দেয় নাড়া,
জল জোছনা হাসনাহেনা সুবাস অমলিন
শ্রাবণধারায় ঘন বৃষ্টিতে জ্বলে প্রেমের পিদিম |