জলের শরীরে হাত
রেখে কেন বলো মেঘ
অতল গভীরে দুটি এক
হয়ে একই আবেগ।
পাথরের বুকে হাত
রেখে কেন বলো কষ্ট,
সবুজ ঘাসেরা হলুদ
হয়ে যেন হয় নষ্ট ।
ফুলের সৌরভ সুখ অনুভব
কেন তবু বলো কাঁটা,
শুকিয়ে রেখে যায় যন্ত্রণা
বেদনা কাঁদে বুকফাটা।
সাগরের বুকে মাথা রেখে
কথা বলে নদী,
মোহনার মিলনে দহন
বিচ্ছেদ বহে নিরবধি।