তোমাকে দেখলে মনে হত
ফুল ফুটছে যেন প্রতিনিয়ত,
আঁধারে আলোটুকু কী জ্বলতো
তোমার অস্তিত্ব যদি না থাকতো,
পৃথিবীর সব হত মিথ্যে
যদি তুমি না থাকতে
আমি কি চাইতাম আর বাঁচতে?
আর কোন কিছুর হত না ইচ্ছে
যদি তুমি না থাকতে,
তোমার সব খুব নাড়া দিচ্ছে,
পৃথিবীর সব হত মিথ্যে
যদি তুমি না থাকতে
আমি কি চাইতাম আর বাঁচতে?
যদি আমার হাত না ধরতে
ভেসে যেতাম ঘুর্ণি স্রোতে,
ফিরে এসেছি আশ্রয়ের তীরে
হারাতে দাওনি ঢেউয়ের ভিড়ে,
পৃথিবীর সব হত মিথ্যে
যদি তুমি না থাকতে
আমি কি চাইতাম আর বাঁচতে?
Inspired by - The greatest lyricist Gulshan Kumar Mehta@Gulshan Bawra and the greatest singer Amit Kumar.