যদি বাড়িয়ে দাও হাত
ফিরিয়ে দিবো রাঙ্গা প্রভাত,
যদি বাড়িয়ে দাও হাত
দূর করে দিব বিষন্ন রাত।

যদি বাড়িয়ে দাও হাত
বন্ধ দুয়ার খুলে যাবে হঠাৎ,
মুগ্ধতায় মগ্ন  হয়ে থাকব একসাথে
ছুটবেনা এই বন্ধন শত আঘাতে।

যদি বাড়িয়ে দাও হাত
হবো প্রেমের প্রাচীন প্রবাদ,
দিবো তোমায় অগাধ বিশ্বাস
মনের ঘরে করব বসবাস।

যদি বাড়িয়ে দাও হাত
হবো তোমার ভরসার কাঁধ,
ফুরিয়ে দিয়ে সব বিষাদ
স্বপ্ন সুখে ফলবে আবাদ।

যদি আরেকবার বাড়িয়ে দাও হাত
ভালবাসায় ভরাবো অবিশ্বাসের খাদ,
ভুলগুলো ঝেড়ে মুছে বানাব ঝকঝকে,
ফুলগুলো ফুটে ফুটে সুবাস ছড়াবে সুখে।