কেটে গেছে বহুকাল
তবু নাই যে খেয়াল,
দূরত্ব দূরে গড়ে দেওয়াল
গুরুত্ব ভারে ছিঁড়ে বেড়াজাল|
আজ যেটা জ্বলছে আড়ম্বর
কাল সেটা নিভছে হয় ধূসর ,
আজ যা প্রাণ পরান চিঠি
কাল তা ব্যথা জড়ান স্মৃতি,
জীবন চলার প্রতি বাঁক
স্মৃতির পাতায় লাল দাগ ,
বৃক্ষ বাঁচে পেলে জল মাটি
জীবন তেমন পরিপাটি ;
ছোট যদি হয় একটি ভুল
খাটো নয় তবুও একচুল,
জরুরী নয় তবু কাটা গেলে আঙুল
জীবন জুড়ে গুনতে হয় তার মাশুল ,
বোকা বনে সরল মনে
ধোঁকা কিনে বিরস ক্ষণে,
জীবনের অর্থ হয় আয়নাবাজি
পতনের গর্ত খুঁড়ে এ কারসাজি |