কারো দিন কারো রাত
হাতের উপর পরে হাত,
কেউ হয়ে যায় কাত
কেউ করে বাজিমাত|
ভাগ্য করে বেইমানী
সাহেব রাজা রানী,
জীবন হইল তিন তাস
বাঁচ নয় দেউলিয়া সর্বনাশ ;
পয়সাতে পয়সা কেউ করে পয়দা
সুযোগের সন্ন্যাস সেজে নেয় ফায়দা
ফন্দী ফিকির ভেদে কায়দা
যাঁতাকলের যাতায় কেউ ছাতু ময়দা;
কেউ সহায় কেউ মহাশয়
কেউ অসহায় করে সদাই
কেউ আসে মিহি আশ্বাসে
কেউ ভালবাসে অন্ধ বিশ্বাসে,
কখন রঙ্গিন কখনো দৌড়
কার শক্তি কত জোর,
একদিন তবে সাংগো ভবে
ভালো মন্দের যুদ্ধ হবে |