১)

দিনের আলোর বাসনায়
রাতের হাওয়া ফুরায়
নিশ্বাসের নীরবতায়
জীবন থমকে দাঁড়ায়।

সময়ের বুকে ধুকে ধুকে
অসময় এসে পরবেই
অচিরেই এক নিমিষেই
সাজানো সব ফুরাবেই।

সব আলো ফুরিয়ে আঁধার
বয়ে গেলে ফিরে না আর
বয়ে যাওয়া জল থামে
সময়ের কেনা দামে ।

কেউ পারেনা তারে বলতে বারণ
ঢেউ জানেনা জল করতে ধারণ,
জীবন জন্ম নিয়েই হয় যে কারণ
সারাক্ষন চলে সে ধরতে মরণ।


২)

একদিন থেমে যাবে
আলোহীন উত্তাপে
জীবনের কোলাহল,
জমে থাকা বরফ গলে
বইবে চোখের জল ।

সব আয়োজনের  
ফুরাবে প্রয়োজন
মায়াহীন খুব কঠিন
আসবে নিঠুর মরণ ।

  
সময়ের কোলে হারায়
অসময় হাত বাড়ায়,
মায়াহীন খুব কঠিন একদিন
বিনা ইশারায় সবাই মরে যায়।

জীবন যেন এতো সামান্য
হাতে ধরে রাখা একমুঠো,
উড়ে আসা খড়কুটো
পারবেনা ফেরাতে সেইক্ষন আসবে মরণ।