দুঃখের মাঝে সুখ গাঁথা
জীবন যেন মেহেদি পাতা,
উপরে সবুজ ভেতরে লাল
বাইরে সজীব অন্তরে কংকাল।
খুঁজে পাই না আগা মাথা
যা দেখি আসলে নয় তা,
আড়ালে থাকে বিজন ব্যথা
জীবন যেন মেহেদি পাতা।
জীবন কেনো শূন্য খাতা
সময়ের কলমে যা হয়নি লেখা ,
অসময়ে শুধুই নিঃসঙ্গ একা
জীবন যেন মেহেদি পাতা।
বুকের ভেতর অসীম মায়া
মাথার উপর একটি আপন ছাতা
খুব যতনে দিবে কি ছায়া ,
জীবন যেন মেহেদি পাতা।
উপরে সবুজ ভেতরে লাল
বাইরে সজীব অন্তরে কংকাল।