বাইরে যে হাসে হাসায়
গভীরে অনায়াসে কাঁদে কাঁদায়,
ভেতরে তার এত বিপরীত
জীবন তবে কি শুধু বেদনার সঙ্গীত?
খালি চোখে দেখে যায় না বোঝা
না জেনে বিচার করা খুব সোজা,
ভেতরে তীব্র উষ্ণকাল বাইরে কনকনে শীত
জীবন তবে কি শুধু বেদনার মধুর সঙ্গীত?
রাতের পর দিন কালোর পরে সাদা
প্রকৃতির অমোঘ নিয়মে সব থাকে বাঁধা,
দুঃখের পরেই শুদ্ধ সুখ এটা হোক ভিত
জীবন শুধু বেদনার নয় সুখের মধুর সঙ্গীত।