তুমি ছাড়া জীবন ভোগ
তাতে নেই কোন অভিযোগ ,
কিন্তু একবিন্দু একটুক্ষণ
তুমি ছাড়া জীবন আসলে নয় জীবন।
যদি এমন হত
তোমার পদধ্বনিতে মন হারিয়ে যেত
হাতে হাত ধরে দুজনার ভাগ্য জুড়ে
দূরে কোথাও দূরে।
তুমি যদি থাকো পাশে
বুকে সাহস আসে
গন্তব্য খুঁজে পাবে মন ,
কিন্তু একবিন্দু একটুক্ষণ
তুমি ছাড়া জীবন আসলে নয় জীবন।
মন চাইছে তোমার কোলে
একটু খানি মাথা রেখে
কাঁদতে কাঁদতে বুকের অতলে
তোমার চোখ ভরেনি জলে?
তুমি যদি বলো
কেন চোখ ছলছল
জোছনায় ফুরাবে বিষাদ
আজ রাতে ডুববে না চাঁদ,
এই রাতকে ধরে রাখো
জোছনায় মিশে থাকো
এই রাত টুকুই একাকী
জীবনের আর কতটুকু বাকী,
কিন্তু একবিন্দু একটুক্ষণ
তুমি ছাড়া জীবন আসলে নয় জীবন।
Inspired by the greatest lyricist Gulzar.