ঝকঝকে পাদুকার মত
তকতকে বাহারি প্রেমব্রত ,
গমন ভ্রমণ মন আর দেহ
বোধ অনুভব নাকি মোহ ?
মনবিহীন বোবা বাসরে
হৃদয় টুকু খুলে রেখে
কে আসে এই ঘরে
মুখে বুকে সুখ মেখে,
নয় প্রেম সুধা শুধুই ক্ষুধা
তাড়নার তাপ শরীরে ,
ভালবাসা যেন দ্বিধা
যন্ত্রণার ছাপ গভীরে ।
পাদুকার মত মন রেখে
আসে যেজন মন দিতে ,
একটু সুখের হাতছানি
শুধু তার বিপরীতে,
পাদুকার মত দেহ রেখে মন
গিয়ে সেই গোপন ঘরে
হয়না সে অতি আপন
এত এত সোহাগ আদরে ।