পাখিরা নীড়ে ফিরবে
পাতা ঝরবে
গাছ মলিন হবে
আকাশে মেঘ জমবে
তবুও বৃষ্টি ঝরবে
সব ঠিকঠাক চলবে
যখন তুমি আমাকে ভুলবে |
আকাশের নীল হৃদয়ে
জমা থাকবে স্মৃতি
সবুজের বুকে শূন্য
পরে থাকবে ছায়াবীথি;
জলের শরীরে অবিরত
ব্যথার কথা বলবে কত
নদীতে আগুনের স্রোত
বুক ভেংগে আশাহত |
পরাগ রেণু হারিয়েছে ফুলে
নি:সংগ পাখিরা ব্যথায় দুলে
কষ্টের ধ্রুবতারা দুয়ার খুলে
বিজন ব্যথার ঢেউ ফেরেনা কূলে
যখন সত্যি আমায় যাবে ভুলে |
যন্ত্রণায় ভরে থাকবে সোনালী বাসর
আলোময় পৃথিবী হবে যে ধূসর
হৃদয় অন্তর পরান একে একে হবে বিরান
প্রাণহীন প্রাণে গাঁথবে মর্মমূলে
সত্যি সত্যি আমায় যাবে ভুলে ??