যতক্ষণ তোমার আঁচে
বুদ্বুদ শিখা না জ্বলে
ততক্ষণ সাথে থাকো
যেও না চলে ,
যতক্ষণ তোমার হাত ধরে
পৌঁছে না যাই চাঁদে
ততক্ষণ পাশে থাকো
মন যে ভীষণ কাঁদে ।
যতক্ষণ তোমার ভালবাসা
আমাকে পূর্ণ করে না ভরে
ততক্ষণ সাথে থাকো
একবিন্দুও যেও না প্রিয় সরে ,
যতক্ষণ প্রার্থনার দোয়ার মত
একশবার তোমার নাম যপ না করি
ততক্ষণ পাশেই থাকো
চলে যেওনা আমার পরী ।
আমার নাগালে তোমাকে
হাজার বছরের জন্য ,
ঈশ্বর ঐ মেঘ থেকে
তোমাকে নামিয়ে করেছে পরিপূর্ণ,
যতক্ষণ আমার আঙ্গুলগুলো
তোমার রেশমি চূল না যায় ছুঁয়ে
ইচ্ছে-ডানা তোমার ঢেউয়ে না যায় ধুয়ে
ততক্ষণ থাকো আমার কোলে
যেও না প্রিয় দূরে চলে ।
Inspired by the famous lyricist Manoj Muntasir.