যত দূরে যাও
হয়ে যতই আড়াল,
তবুও তোমার নামেই
শুরু হয় আমার সকাল ।
নিজের ভিতর সারাক্ষণ
একটি নাম ডাকাডাকি,
তবুও কেন এই হৃদয়ে
অসহ্য দূরে থাকাথাকি ।
মন মানেনা
জানেনা ঠিকানা গন্তব্যহীন
নিঃসঙ্গ সময়
দম বন্ধ হয় তুমিবিহীন,
ভিতরে অসহায় এই আমি
মনের দুয়ারে কুপোকাত,
তুমিহীন আলোর দিন
হয়ে যায় বিষাদের রাত ।