অনুভূতি গুলো পকেটে ধরে
চাঁদের কনা মুঠোতে ভরে,
তুমি নিজ অন্তরের যুবরাজ
পৃথিবী তোমার হাতে  আজ।

ছোট ছোট আশা
ছোট ছোট ইচ্ছা,
ছোট ছোট স্বপ্ন
বেড়ে অমুল্য রত্ন ।


তোমার পৃথিবী জুড়ে
স্বপ্নডানা পাখি হয়ে উড়ে ,
নাগাল পেতে ঠিকানা
ঘুরে বেড়ায় অজানা ।

ঝলমলে রোদ চমকায়
একটু করে আলো জমায়,
রঙিন প্রজাপতির ডানায়
প্রভা ছড়ায় কানায় কানায় ।

রঙে রঙে ভরে
জীবন আরো রঙিন,
তোমার ছোট আকাশে
ইচ্ছে ঘুড়ি উড়ে প্রতিদিন ।