ফুলের রেণু দিলাম উড়িয়ে
আশার বাসা দিলাম পুড়িয়ে;
একলা বাঁচুক তীব্র বোধ
অনুভবের হবে না শোধ |

আছে যা আদতে তা নেই
সুবাস ধীরে ধীরে ফুরাবেই
পাথর বিছিয়ে এই রোধ
ছুঁড়ে দাও ঘৃণা ক্রোধ;


ছিল প্রাণ ছিল টান
মায়াগুলো তবু ছিঁড়ে
চিরতরে ফেললে মেরে
শেকড় থেকে অবসান  |

জল গড়াল বেলা ফুরাল
পুড়ল কত কাঠ খড়  
তবুও রইল না
ভালবাসা মোড়ানো সুখের চাদর |

চাপা দিয়ে  পুঁতে
যন্ত্রণার সূচ গেঁথে
মাটি নয় বুকে কবর
থাকুক হৃদয়ে বেদনার বিবর  |