এত পথ পাড় হলাম
পেলাম না কিনারা,
কাছে থেকেও দূরে
নেই হৃদয়ের সাড়া।
প্রতিনিয়ত বাড়ে অসম
অনুভূতির ধারাপাত
অবিরত মন শুধুই খুঁজে
মনগড়া অজুহাত।
ভালবাসা করেনি খেয়াল
কখন হয়েছে রাত
হৃদয়ের বুননে দেয়াল
আসেনা রাঙ্গা প্রভাত।
বইছে হাওয়া
তাই ইচ্ছে ডানা
খুব বেপরোয়া
মেলেছে পাখনা ,
মন টানছে খুব
তোমার মুখ অপরূপ
চেয়ে থাকি খুলে আঁখি
ছুঁয়ে যাবে মনপাখি।
অস্থির উচাটন মন
শুধু একজন
ক্ষণে ক্ষণে করে আরোহন
খুব কাতর একটু আদর।